ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ডিসেম্বর ২২, ২০২১
হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আমান

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে গত সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডা. হাসান শাহরিয়ারের তত্ত্বাবধানে ভর্তি হন তিনি।

সাবেক ছাত্রনেতা ও আমানউল্লাহ আমানের ঘনিষ্ঠ অ্যাডভোকেট আব্দুস সোবহান স্বপন বাংলানিউজকে জানান, আমানউল্লাহ আমান নানা রোগে আক্রান্ত। বুধবার ২৪ ঘণ্টার অবজারবেশনে রাখা হয়েছে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন তিনি কবে বাসায় ফিরতে পারবেন।

তিনি বলেন, চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। গত রোববার বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি শেষে নয়াপল্টন থেকে বাসায় ফেরার পথে আমানউল্লাহ আমান হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান এবং বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।