ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে নির্বাচনী অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
লক্ষ্মীপুরে নির্বাচনী অফিস ভাঙচুর নির্বাচনী অফিসে ভাঙচুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে  ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রতনেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ইউনিয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল মোরছালিন।  

নৌকার কর্মী সমর্থকরা জানান, রাতে নির্বাচনীর কাজ শেষে অফিস বন্ধ করে কর্মীরা নিজ নিজ বাড়িতে চলে যান। দিনগত রাতে দুর্বৃত্তরা এসে অফিসে ভাঙচুর চালায়। অফিসের দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়। সকালে এসে এ চিত্র দেখতে পান তারা।  

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বাংলানিউজকে জানান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।