ঢাকা: বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। তিনি লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচিসহ জাতীয় সরকারের প্রস্তাবনা উত্থাপন করেছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে (আব্দুস সালাম হলে) এ প্রস্তাবনা উত্থাপন করেন তিনি।
প্রস্তাবনায় আ স ম রব বলেন, শাসন প্রক্রিয়া ও সমাজদেহে যে গভীর ক্ষত এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করে জাতীয় সরকার গঠন করা।
জাতীয় সরকারের লক্ষ্য:
মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করা। জাতীয় সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হবে।
জাতীয় সরকারের উদ্দেশ্য:
১. মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার নীতি প্রণয়ন করা।
২. সাংবিধানিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংবিধানের আওতায় প্রতিস্থাপন করা।
৩. আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
৪. রাজবন্দিদের মুক্তি প্রদান করা এবং সব গায়েবি মামলা প্রত্যাহার করা।
৫. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে- একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা।
৬. নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
আ স ম আবদুর রব জাতীয় সরকারের ১৩ দফার ন্যূনতম কর্মসূচি উত্থাপন করেন।
জাতীয় সরকার প্রস্তাবের ওপর আলোচনা করেন মোস্তফা মহসিন মন্টু, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, নুরুল হক নুর, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এমএইচ/এমআরএ