ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, মেগা প্রকল্প মানেই মেগা ব্যয়। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, একশ কোটি টাকার স্থলে তিনশ কোটি টাকা ব্যয় হবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কারবারী লি. এর ব্যবস্থাপনা পরিচালক, মেজর (অব.) মো. মাহফুজুর রহমান জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিনি একথা বলেন।
এ সময় জাপা চেয়ারম্যান বলেন, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। কর বেড়েছে সব ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন যাপন দুঃসহ হয়ে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে, জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, তাই চাওয়া পাওয়ার হিসেব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শূন্য।
জাপা চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিএনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোনো উপকার হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জানে, দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. এমরান হোসেন মিয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, মো. জয়নাল আবেদীন, সম্পাদক মণ্ডলীর সদস্য মাসুদ রহমান মাছুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, মো. জাকির খান, মুহিত হাওলাদার, কাজী মামুন, আনোয়ার হোসেন আনু, শাহীন আরা সুলতানা, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া, যুবসংহতির দফতর সম্পাদক শাহ আনোয়ারুল আনু, মনিরুজ্জামান নয়ন, সৈনিক পার্টি, মো. জাহাঙ্গীর আলম সরকার।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএমএকে/এমএমজেড