ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এ সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন সম্ভব নয়: গণসংহতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এ সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন সম্ভব নয়: গণসংহতি 

ঢাকা: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন স্বাধীনতার ৫০ বছরে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এত বড় দুর্নীতি এবং দেশের ভোটারদের এত বড় গণঅপমান এর আগে কখনো ঘটেনি বলেও মন্তব্য করেন তারা।

৩০ ডিসেম্বরের নির্বাচনের ৩ বছরপ‍ূর্তিতে বুধবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন গণসংহতির শীর্ষ নেতৃত্ব।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে ভোটাধিকার অর্জন কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে সংলাপের নামে যে তামাশা চলছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণসংহতি আন্দোলন উত্থাপিত ৪ দফা অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানান জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল।

গণসংহতির চার দফা দাবি হলো—
১. বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী অন্তত ৩টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে।

২. বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার নিয়োগ ও সকল সাংগঠনিক পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশন গঠন করতে হবে।

৩. সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের কথা বলা এবং ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

৪. সংসদে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, এই চার দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।