ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশাল: ভোট অধিকার হরণ দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের সদররোডস্থ বরিশাল জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালে নিশি রাতে ভোট করে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আর মানুষ ভোট দিতে চান না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এখন একটাই দাবি এই অবৈধ সরকারের পতন ঘটানো।  

সমাবেশে বিএনপি কর্মীরা কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।