ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা: বিএনপির বরিশাল মহানগর এবং বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি

আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ শিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, কে এম শহিদুল্লাহ, হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন ও মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সদস্য যথাক্রমে আ ন ম সাইফুল আহসান আজিম, নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট নুরুল হক দুলাল, আব্দুল হালিম মৃধা,  ওজায়ের ইবনে স্বপন, আবু মুছা কাজল, সেলিম হাওলাদার, জুলহাস উদ্দিন মাসুদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,  অ্যাডভোকেট হুমায়ন কবীর মাসুদ, অ্যাডভোকেট আজাদ হোসাইন, অ্যাডভোকেট হুমায়ন কবির বাপ্পি, সাইফুল ইসলাম বিপু, আমিনুর রহমান মামুন, মো. আল-আমিন, মঞ্জুরুল হক জিসান, বদিউজ্জামান টলন, খসরুল আলম তপন, জহিরুল ইসলাম লিটু, মো. আল মাসুম, আরিফুর রহমান বাবু, জাহিদুর রহমান রিপন, আহমেদ জাকি অনুপম, অ্যাডভোকেট ইমন চাকলাদার, রাশিদা বেগম, জাহানারা বেগম, সেলিনা বেগম, আফরোজা খানম নাসরিন, মো. জসিম উদ্দিন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন ও ইয়াসির আরাফাত মিন্টু।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

আহ্বায়ক অ্যাডভোকেট  মো. মজিবুর রহমান নান্টু, সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, সদস্য যথাক্রমে আবুল হোসেন খান, শরফুদ্দিন আহমেদ সান্টু, অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু, অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু,  আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাস্টার), মোস্তাফিজুর রহমান গোলাপ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ, মো. নাসির জমাদ্দার, শাহ আলম মিয়া, মো. ইদ্রিস বালী, আহসান কবির নান্না হাওলাদার, ইসরাত হোসেন কচি, শামসুল আলম ফকির, রিয়াজ মৃধা, রফিকুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম খান, আবদুস সালাম, মো. মোফাজ্জল হোসেন, এ বি এম মোখলেছুর রহমান হাওলাদার, হারুন-অর-রশীদ সিকদার, মিজানুর রহমান চুন্নু, হুমায়ুন খান, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, আলহাজ মন্টু খান, জিয়াউল হাসান জুয়েল, কামরুজ্জামান মিজান (সাবেক চেয়ারম্যান), আলহাজ নুরুল আমিন, রুহুল জমাদ্দার, সাব্বির নেওয়াজ সাগর, অধ্যাপিকা ফারহানা তিথি, ফারজানা রোজি,  ফাতেমা রহমান, ডেইজি বেগম, মো. গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার), মাহমুদ বিল্লাহ, মুশফিকুল হাসান মাসুম, নাছির হাওলাদার, খলিলুর রহমান সিকদার, এমদাদুল হক মিলন, তরিকুল ইসলাম শাহীন, কাওসার মজুমদার ও মিজানুর রহমান মিলু।

বাংলাদেশ সময় ০৮১৩, জানুয়ারি ২৩, ২০২২
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad