ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া বাসার পথে খালেদা জিয়া

ঢাকা: ৮০ দিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। গত বছরের (২০২১ সাল) ১৩ নভেম্বর রক্তবমি হওয়ায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার নিজের সাদা জিপ গাড়িতে করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী গাড়ি, মোটরসাইকেল ও মিছিল নিয়ে তার সঙ্গে ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও যে কোনো সময় অবনতি হতে পারে। আপাতত করোনা ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে নামানো হচ্ছে খালেদা জিয়াকে

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী ও প্রফেসর ডা শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমরা চিকিৎসা দিয়ে তার (খালেদা জিয়া) রক্তক্ষরণ সাময়িক বন্ধ করতে পেরেছি। আপাতত রক্তক্ষরণ বন্ধ হলেও যেকোনো সময় আবার হতে পারে। তাকে পুরো সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে।

এ সময় ডা. একিউএম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ প্রায় ১৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা,  ১ ফেব্রুয়ারি, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।