ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অস্ট্রিয়া বিএনপি নেতা মিজবাহর মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ২৭, ২০২২
অস্ট্রিয়া বিএনপি নেতা মিজবাহর মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল

ঢাকা: অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা ও জাতীয়তাবাদী ছাত্রদল বাজিতপুর ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি মিজবাহ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।  ভিয়েনায় স্থানীয় হানুশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মিজবাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মিজবাহ উদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি অস্ট্রিয়া বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, মিজবাহ উদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও সমব্যাথী। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি- তিনি যেন তাকে বেহেস্ত নসীব করেন।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।