ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, সেপ্টেম্বর ৩০, ২০২২
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল-মামুন ওরফে শাহীন (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গুনারীতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁনের ছোট ভাই।  

গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানের সেচপাম্পে গোসল করতে পাম্পের সুইচে চাপ দেন শাহীন। এতে পাম্পে পানি না ওঠায় টিউবওয়েল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।