ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, ডিসেম্বর ৮, ২০২২
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

রাজশাহী: রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকায় শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নেসকো থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিজিসিবি কর্তৃক রাজশাহীর কাটাখালী গ্রিড উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তাই এ গ্রিডের আওতাধীন সব এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে। এজন্য পিজিসিবি ও নেসকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এসব এলাকার বিদুৎ গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, রাজশাহীর জরুরি স্থাপনাসহ মহানগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয় এই কাটাখালী গ্রিড উপকেন্দ্র থেকে। তবে জরুরি স্থাপনাগুলো বন্ধের আওতার বাইরে থাকবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ