ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ’

দিনাজপুর: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে তিন বছরে জ্বালানি তেলে আমাদের অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ’ 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

পরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় কৃষকবান্ধব। তিনি সব সময় চিন্তা করেন, কীভাবে উদ্ভাবন করা যায়, সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায়। ওনার সব পরিকল্পনার এটিই মূল দর্শন। কিছু কিছু জায়গায় সোলার ইরিগেশন হচ্ছে, এর অনেক ভবিষ্যৎ আছে। বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ হয়, তার প্রভাব আমাদের ওপরও পড়ে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য গত তিন বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার লেগেছে। এতে করে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়েছে। না হলে কিছুই হতো না। এখান থেকে একটি শিক্ষা হলো যে জ্বালানির ব্যাপারে আমরা যত বেশি স্বনির্ভর হতে পারব, ততই ভালো। ’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালার সূর্য, সূর্যের মাধ্যমে যদি সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষকের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যাপারে স্বনির্ভরতা অর্জন করতে পারব। নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চাই। যা প্রধানমন্ত্রীও চান। ’ 

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদসহ অনেকে বক্তব্য দেন।

পরে ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী স্থানীয় কৃষকদের খোঁজ খবর নেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।