ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জাবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২

জাবি: জাহাঙ্গীরণগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের উপস্থিতিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের স্বার্থে পল্লী বিদ্যুতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।    

বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সঙ্গে ২০ বছর মেয়াদী এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ২২ দশমিক ০৪ শতাংশ জমির উপর পল্লী বিদ্যুতের নিজস্ব অর্থায়নে একটি ১০এমভিএ ৩৩/১১কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হবে।

অচিরেই উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে।

চুক্তি সাক্ষর পবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘন্টা, আগস্ট ০৫, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।