ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ডিজেল-কেরোসিনের দাম কমল লিটারে ১ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
ডিজেল-কেরোসিনের দাম কমল লিটারে ১ টাকা প্রতীকী ছবি

ঢাকা: বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। ফলে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমানো হয়েছে।

যা সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

রোববার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে জানানো হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে গত বছরের ২ অক্টোবর ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য কাঠামো সমন্বয় করা হলো।

এর আগে গত জুন মাসে ডিজেলে দাম ১০৭ টাকা, পেট্রলের দাম ১২৭ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।