ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কক্সবাজার ঘুরলেন পিটার হাস

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
কক্সবাজার ঘুরলেন পিটার হাস

কক্সবাজার: হঠাৎ কক্সবাজার সফর করেছেন বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  

সম্প্রতি পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ শুরু করেছেন।

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে এক্সিলারেট এনার্জির। আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহে চুক্তি করেছে এক্সিলারেট এনার্জি।

২০২২ সালের মার্চ থেকে ২৩ জুলাই, ২০২৪ পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন হাস।  

সূত্র বলছে, এক্সিলারেট এনার্জি কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস তৈরি করছে। এ কারণেই হয়তো তিনি কক্সবাজারে এসেছিলেন।  

জানা গেছে, বুধবার কক্সবাজারের রামুতে হোপ ফাউন্ডেশনের একটি ৫০ শয্যার হাসপাতাল এবং মহেশখালীতে নির্মাণাধীন তাদের ৩০ শয্যার আরও একটি এক্সিলারেট হাসপাতাল পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এসময় এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, কোম্পানিটির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।  

এদিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।