ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করা হয়েছে।  

সোমবার (৬ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে ৩টি স্পটের প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৬০০ বাড়ির প্রায় ৮০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও অবৈধ ৩টি বেকারি ও ১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ১০০ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ (প্রায়) উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড দেওয়া যায়নি।

অভিযানকালে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
 এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।