ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

দৈনিক ১৮ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছে: ড. হোসেন মনসুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, অক্টোবর ১৫, ২০১২
দৈনিক ১৮ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছে: ড. হোসেন মনসুর

ঢাকা: দেশে প্রায় দেড় লাখ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এতে দৈনিক ১৮ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।



সোমবার বিকেলে পেট্রোসেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নতুন নতুন গ্যাস ক্ষেত্রে আবিষ্কার হচ্ছে। কথা ছিল উৎপাদন ২ হাজার ২০০ মিলিয়ন ছাড়লে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে। তাদের সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ২২শ মিলিয়ন ঘনফুট। তাহলে আবাসিকে কেন সংযোগ দেওয়া হচ্ছে না।

এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সরকারি পর্যায়ে সিদ্ধান্ত না আসায় গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন যে পরিমাণ গ্যাস সংযোগ চাহিদা রয়েছে। সবাইকে সংযোগ দিলে দৈনিক ৮ মিলিয়ন গ্যাস প্রয়োজন পড়বে।

তিনি বলেন, যে পরিমাণ চাহিদা রয়েছে তার ৭০ শতাংশই এখন অবৈধ সংযোগ দিয়ে চলছে। সংযোগ দিলে বাড়তি ৩০শতাংশ গ্যাসের আওতায় আসবে।

অবৈধ সংযোগ প্রসঙ্গে বলেন অবৈধ সংযোগের কারণে ১০ জনকে জেল দেওয়া হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ