ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩

সিলেট: সিলেটে বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার মহাসড়কের শাহপরাণ গেট এলাকায় রাত সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এ অবরোধ চলে।



এসময় সড়কে টায়ারে আগুন ধরিয়ে জনগণ বিক্ষোভ প্রদর্শন করে। ফলে ব্যস্ততম এ সড়কে আটকা পড়ে শতশত যানবাহন। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধকারীরা জানান, শনিবার ভোর থেকে খাদিমপাড়া, শাহপরাণসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বিদ্যু‍ৎ চলে যায়। বিকেল ৪টার পরে বিদ্যুৎ এলেও সন্ধ্যার পর থেকে আবার লোডশেডিং শুরু হয়। রাত ১০ টার আগে প্রায় ৬/৭ বিদ্যুৎ যাওয়া আসা করে।

বিদ্যুতের এমন আসা যাওয়ার খেলায় অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, বিদ্যুতের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। অবরোধের প্রায় একঘণ্টা পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।

তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এএএন/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।