ঢাকা: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা-সুন্দরবন লংমার্চ সফল করার লক্ষ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় কমিটির সচিব অধ্যাপক সচিব আনু মুহাম্মদ, বজলুর রশীদ ফিরোজ, রাগীব আহসান মুন্না, জোনায়েদ সাকী, সাইফুল ইসলাম, ম. এনামুল হক, জাহাঙ্গীর আলম ফজলু, খান আসাদুজ্জামান, ফখরুদ্দিন কবির, আব্দুস সাত্তার প্রমুখ।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। ’
তিনি সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়ন করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ সেপ্টেম্বর সকাল নয়টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবে। ২৮ সেপ্টেম্বর সুন্দরবনের পাশে দিগরাজ্যে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের সমাপ্তি হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৩
কেএইচ/এবি