রাবি: বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্যানারে প্রগতিশীল ছাত্রজোট এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে প্রায় আধাঘণ্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজোটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে বেলা সাড়ে ১১টায় প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যায়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাবি শাখা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিক রেজা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার আহমেদ, রাবি শাখা ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বখশি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাগেরহাট জেলা সমিতির সভাপতি হুমায়ুন রাযহান প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, রামপালে বিদ্যৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় নেমে আসবে। সরকার দেশের জনগণের কথা বিবেচনা না করে ভারতের এজেন্টা বাস্তবয়ান করতে রামপালে বিদ্যৎ কেন্দ্র তৈরির পরিকল্পোনা করছে। সরকারের এ একমুখি সিদ্ধান্ত দেশের জনগণ রুখে দিবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
এসএইচ/এসআরএস