ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অনেক কিছুই করার ছিল, যা একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে করা কঠিন।
মঙ্গলবার বিকেলে বুয়েটে প্রি-পেইড মিটার উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রদিমন্ত্রী এনামুল হক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা বুয়েটের শিক্ষক অধ্যাপক ম. তামিমকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, একটার পর একটা সিএনজি ষ্টেশনের লাইসেন্স দেওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এটা তত্ত্বাবধায়ক সরকার চাইলে নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু করেনি।
তিনি বলেন, অনেক কিছুই গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব হয় না।
এ সময় তিনি আরো বলেন, অধ্যাপক তামিম তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন। তিনি চাইলে গ্যাস বা বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন , সিএনজি স্টেশন স্থাপনে নিয়ন্ত্রণসহ অনেক কিছুই করতে পারতেন। ডিক্টেটর সরকারের পক্ষে অনেক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। তবে ডিক্টেটর সরকার ভাল না। গণতন্ত্রই শেষ ঠিকানা।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১