ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

হঠাৎ বেড়া বিদ্যুৎ কেন্দ্রে পিডিবি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
হঠাৎ বেড়া বিদ্যুৎ কেন্দ্রে পিডিবি চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবদুহু রুহুল্লাহ পাবনার বেড়া ৭০মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি অনেকটা না জানিয়ে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন।

সব কিছু ঘুরে দেখেন।   এসময় অন্যদের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহাব্বত হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বেড়া পিকিং বিদ্যু‍ৎ কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী মো. নূর এ আজম সিদ্দিক তার ফেসবুক পেজে লিখেছেন, বুধবার বিকেলে আমরা জানতে পারি স্যার আজকে বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজ ১১টা পর্যন্তও আমরা নিশ্চিত ছিলাম না তিনি আমাদের এখানে আসবেন।

তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা ম্যানেজার স্যারসহ কনফারেন্স রুম এর সামনে অপেক্ষা করছিলাম। চেয়ারম্যান স্যার সেখানে না দাঁড়িয়ে সরাসরি গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ কক্ষে চলে যান। পরে আমাদের উপস্থিতিতে তিনি বিদ্যুৎ কেন্দ্র ঘুরে  দেখেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।