রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কামতা এলাকায় অবস্থিত নতুন গ্যাসক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলন করা শুরু হয়েছে।
শনিবার বিকেলে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নতুন গ্যাসক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী ও পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মুনসুর প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ আশপাশে গ্যাসের যে সংকট রয়েছে এ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস দিয়ে সে চাহিদা পূরণ হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল বাকী বলেন, প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে।
** রূপগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪