ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আবাসিকে নতুন করে আর গ্যাস নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, সেপ্টেম্বর ১৮, ২০১৪
আবাসিকে নতুন করে আর গ্যাস নয়

সংসদ অধিবেশন থেকে: আবাসিকে নতুন করে আর গ্যাস দেওয়ার কথা ভাবছে না সরকার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



প্রতিমন্ত্রী বলেন, আবাসিক খাতে আর কোথাও গ্যাস দিচ্ছি না। আবাসিকখাতে কীভাবে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করা যায়, সেই পরিকল্পনা চলছে।

দেশে বর্তমানে দৈনিক ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। সে কারণে নতুন এলাকায় গ্যাসের পাইপ লাইন নির্মাণ না করে বিদ্যমান এলাকায় পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০১৬ সালের জুনের মধ্যে দৈনিক ৬৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়বে।


** লবণ শিল্প নিয়ে পরিকল্পনা নেই সরকারের
** পাবলিক সার্ভিস অ্যাক্ট প্রণয়নের সুপারিশ
** লবণ শিল্প নিয়ে পরিকল্পনা নেই সরকারের
** মন্ত্রীদের কাছে প্রশ্ন করলে আংশিক উত্তর মেলে
** অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া নিরীক্ষা হচ্ছে
** তৃতীয় অধিবেশনের সমাপ্তি বৃহস্পতিবার


বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।