ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাসে চুলা জ্বালানোর বিপক্ষে অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, অক্টোবর ৭, ২০১৪
গ্যাসে চুলা জ্বালানোর বিপক্ষে অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চুলা জ্বালানোর জন্য দেশে গ্যাসের ব্যবহার তুলে দিতে হবে। গ্যাস দিয়ে চুলা জ্বালানোর মানে দেশ ধ্বংস করা।



নিউইয়র্কে সোমবার সন্ধ্যায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।

প্রবাসীদের দাবি বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিমান পরিচালনার জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তারা ব্যবসা বুঝে না।  

‘ব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতার কারণে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে না। ’ 

এই ফ্লাইট কবে নাগাদ চালু হবে তা নিয়েও হতাশা প্রকাশ করেন মন্ত্রী।

নিউইয়র্কের ক্লাব সনমে সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনসহ রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গেও মন্ত্রী এদিন প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।