ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মধ্য রাতে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
মধ্য রাতে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

ঢাকা: শনিবার (১ নভেম্বর) দিনগত রাত পৌনে তিনটার দিকে প্রায় চার হাজার একশ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা ছিল চাহিদার সমপরিমাণ। এর ফলে মধ্যর‍াত ‍থেকে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র।



রোববার (২ নভেম্বর) দিনের বেলা বিদ্যুৎ চাহিদা বাড়লে কী হবে, এ বিষয়ে সূত্রটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে উৎপাদন বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে বলে সূত্রটি জানায়।

রোববার সকাল ১০টায় বিদ্যুৎ ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি জানানো হবে।

এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর বিদ্যু‍ৎ, জ্বালানি ও খণিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, এখন পর্যন্ত তিন হাজার ৮১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। রোববার ভোর নাগাদ পুরো ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এছাড়া রোববার (২ নভেম্বর) নাগাদ পুরো দেশের বিদ্যু‍ৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

শনিবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টা নাগাদ তিন হাজার ৬৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়েছে বলে বিদ্যুত উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বাংলানিউজকে জানান।

** বিদ্যুতের সর্বশেষ জানতে বাংলানিউজই ছিল ভরসা
** অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ
** বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মোবাইল গ্রাহকরা
** সুনামগঞ্জে রাত সাড়ে ৯টায় এলো বিদ্যুৎ
** পার্বতীপুরে রাত সোয়া ১০টায় বিদ্যুৎ সরবরাহ
** পঞ্চগড়ে রাত ১০টায় দেখা মিললো বিদ্যুতের
** ময়মনসিংহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিদ্যুৎ
** জামালপুরে জেলা শহরে বিদ্যুৎ
** বিদ্যুৎ বিপর্যয় উত্তরণে প্রধানমন্ত্রীর দিকনিদের্শনা
** নীলফামারীতে রাত ১২টায় জ্বললো বিদ্যুতের বাতি
** বিদ্যুৎ বিভ্রাটে সংবাদমাধ্যম
** রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু
** কোথাও আছে কোথাও নেই বিদ্যুৎ!
** ৩০ জেলায় বিদ্যুৎ, আরও আসছে....

** পাঁচতারকা হোটেলে মোমের আলোয় আপ্যায়ন
** আট জেলায় বিদ্যুৎ!
** স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ
** ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিদ্যুৎ!
**কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
** অন্ধকারে দেশ, কারণ অনুদঘাটিত
** অন্ধকারে কাত্যায়নী পূজার লাখো দর্শনার্থী
**আলো জ্বলেনি সংসদে
** সারাদেশ বিদ্যুৎহীন
** বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
** সিলেটে বিপর্যয় কাটিয়ে সচল পিজিসিবির ৭ সাবস্টেশন
** ভোলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক!
** ময়মনসিংহ শহরে বিদ্যুৎ আছে, নেই উপজেলায়

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।