ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সোম থেকে বুধবার বিদ্যুৎ থাকছে না পঞ্চগড়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৯, নভেম্বর ২৪, ২০১৪
সোম থেকে বুধবার বিদ্যুৎ থাকছে না পঞ্চগড়ে

পঞ্চগড়: পঞ্চগড় পাওয়ার গ্রিড সাব স্টেশনের অ্যানুয়্যাল ম্যানটেনেন্স (বার্ষিক সংস্কারকরণ) কাজের জন্য সোম, মঙ্গল ও বুধবার (২৪, ২৫ ও ২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পঞ্চগড় পাওয়ার গ্রিড সাব স্টেশন কর্তৃপক্ষ জানায়, ইকুইপমেন্ট সরবরাহ সারা বছর চালু রাখার জন্য প্রতি বছর সংস্কার কাজের অংশ হিসেবে এই তিন দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর ও পাওয়ার গ্রিড সাব স্টেশনের সহকারী প্রকৌশলী মো. আরিফুল কায়সার পঞ্চগড় জেলায় তিন দিন সাময়িক বিদ্যুৎ বিহীন থাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।