ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ২০ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ২০ ডিসেম্বর

ঢাকা: তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবিতে আগামী ২০ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকা স্বত্ত্বেও পহেলা জানুয়ারি থেকে তেল-গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জনদুর্ভোগের প্রতিবাদ জানাবে সংগঠনটি।



শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সুকুমার দেব রায়, আব্দুল মুনায়েম নেহেরু, অধ্যাপক ড. আজিজুর রহমান, ডা. অসিত বরণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছী, শায়লা আহম্মেদ লোপা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা জয়ন্তী রায়, কাজী দেলোয়ার হেসেন দিলীপ, এম শফিউর রহমান খান বাচ্চু, আবুল কাশেম, গোলাম রসুল প্রমুখ।

এতে বলা হয়, দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবন-জীবিকায় নানান সংকটের সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে সংকট আরও ঘনীভূত করবে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল থাকা সত্ত্বেও জানুয়ারি মাস থেকে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় দেশবাসী ক্ষুব্ধ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।