ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে গণশুনানি চলতি মাসে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে গণশুনানি চলতি মাসে এ আর খান

ঢাকা: বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চলতি মাসেই গণশুনানি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান বলেন, গণশুনানি মানেই বিদ্যুতের দাম বাড়বে বা এনার্জি রেগুলেটরি কমিশন শুধু বিদ্যুতের দাম বাড়াবে- এমন নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু বাস্তবতা এমন নয়। আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো। সকলপক্ষের মতামত নিয়ে যুক্তিতর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে এ আর খান বলেন, এ নিয়ে আমরা ভাবছি না। অতীতেও আমরা এরকম হুমকি শুনেছি। দাম বাড়লে ধর্মঘট-আন্দোলনের কথা শুনেছি। কিন্তু দাম বাড়ার পর মানুষ সেটা গ্রহণ করেছে।

‘আমরা আমাদের মতো চলবো’- বলেও যোগ করেন তিনি।

গত ১৭ নভেম্বর বিইআরসিতে খুচরা বিদ্যুতের দাম ১৫ থেকে ১৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়। তার আগে অক্টোবর মাসে পাইকারি বিদ্যুতের দাম ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়।

এই দাম বৃদ্ধির বিষয়েই গণশুনানির কথা ভাবছে বিইআরসি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।