ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

৭ হাজার লিটার ডিজেল পাচারকালে ট্যাঙ্কার আটক

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
৭ হাজার লিটার ডিজেল পাচারকালে ট্যাঙ্কার আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরতলীর ধলেশ্বরী মোহনায় পাঁচারের সময় একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৭ হাজার লিটার ডিজেল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

আটকরা হলেন-মেসার্স ওটি কুদরত মোল্লাহ নামে তেলবাহী ট্যাঙ্কাটির মাস্টার জহির উদ্দিন সজল (৩৫) ও তার সহকারী আনোয়ার হোসেনকে (২৫)।



মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই মো. মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের পদ্মা অয়েল থেকে ডিজেল নিয়ে তা পাচারের উদ্দেশে  ট্যাঙ্কারটি কুমিল্লায় যাচ্ছিল। পথিমধ্যে ধলেশ্বরী নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ ট্যাঙ্কারের গতিরোধ করে।

এ সময় ট্যাঙ্কার থেকে ৭ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।