ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘মজুদ গ্যাসে চলবে আরও ১৬ বছর’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
‘মজুদ গ্যাসে চলবে আরও ১৬ বছর’

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের মজুদ গ্যাস দিয়ে আরও ১৬ ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, বতর্মানে (জুন-২০১৫) দেশে ১৪ দশমিক  ১৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুদ রয়েছে।

গ্যাস উত্তোলনের হার অপরিবর্তিত থাকলে আরও ১৬ বছর অর্থাৎ ২০৩১ সাল পযর্ন্ত মজুদ গ্যাস ব্যবহার করা যাবে।

রোববার (২৮ জুন) সকালে ২০১৫-২০১৬ অর্থবছরে প্রস্তাবিত অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, দেশের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস ছিলো ২৭ দশমিক ১২ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। তবে ২০১৫ সালের মে পযর্ন্ত ১২ দশমিক ৯৬ বিসিএফ গ্যাস উত্তোলণ করা হয়েছে। চলতি অথর্বছরের (২০১৪-১৫) মে পযর্ন্ত ৮১৫ দশমিক ৯৮ বিসিএফ গ্যাস উত্তোলণ হয়েছে।

বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে গ্যাসের চাহিদা আরও বাড়বে। ফলে গ্যাসের মজুদ হ্রাস পেলে অপরিবর্তিত হারে উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না।

‘সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের প্রেসার কমে যাওয়ার কারণে বিদ্যমান ফিল্ডগুলোর উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকবে,’ বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, এই অবস্থায় বর্ধিত ঘাটতিসহ ১৬ বছরের অধিক সময় স্বল্পহারে এই গ্যাস ব্যবহার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসএম/এসকে/এমএ

** ২০১৯ সালে ‘হোয়াইটওয়াশ’ হবেন খালেদা
** মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে
** সাড়ে ১২ হাজার একর বনভূমি জবরদখল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।