ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘরে ঘরে বিদ্যুৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘরে ঘরে বিদ্যুৎ

ঢাকা: ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের।



বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় এ তথ্য।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

মূল প্রবন্ধে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব শিক্ষার্থীকে ইন্টারনেটের আওতায় আনা হবে।

এছাড়া জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮ শতাংশ ও মূল্যস্ফীতি ৫.৫ এর ভিতরে বেঁধে রাখা হবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।