ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সংযোগ দিতে গ্রাহকের বাড়ি আরইবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সংযোগ দিতে গ্রাহকের বাড়ি আরইবি

ঢাকা: কেরানীগঞ্জের জিঞ্জিরায় শনিবার স্পটে আবেদন সমীক্ষা, ওয়্যারিং ও পরিদর্শনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২।

চলতি মাসে এ পদ্ধতিতে ৫ হাজার বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

 
 
পল্লীবিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এই ব্যতিক্রমী আয়োজনে দ্রুত সংযোগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী মাসে একইভাবে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২।
 
স্পট মিটারিং কার্যক্রমে উপস্থিত ছিলেন- ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ -এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রবিউল হোসেন, বাপবিবোর্ডের (আরইবি) জনসংযোগ পরিদফতরের উপপরিচালক ঢালী ইউসুফ আহমেদ, পবিস (পল্লীবিদ্যুৎ সমিতি) উন্নয়ন ও পরিচালন (কেন্দ্রীয় অঞ্চল) পরিদফতরের উপপরিচালক মো. শহিদুল করিম, বাপবিবোর্ডের প্রেস কনসালট্যান্ট তালুকদার রুমী, জিঞ্জিরা জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান প্রমুখ।
 
ঢাকা পবিস-২  ১৯৯৯ সালের ১ অক্টোবর দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে ৩ হাজার ২৮৬ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ২ লাখ ৭৬ হাজার ৮৮৩ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু গত অর্থবছরে (২০১৪-২০১৫) ৪৩ হাজার ৬৭২ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
 
বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড। এর ‍আওতাধীন ৭২টি পল্লীবিদ্যুৎ সমিতিতে জুন মাস পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে দেশের ১ কোটি ২০ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের মোট বিদ্যুতের চাহিদার পরিমাণ ৪ হাজার মেগাওয়াট, যা দেশের সর্বমোট চাহিদার প্রায় অর্ধেক।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।