ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

২০২১ সালের মধ্যে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
২০২১ সালের মধ্যে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ২০২১ সালের মধ্যে বিতরণ পর্যায়ে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।  

তিনি বলেন, অবশিষ্ট ২০ ভাগ এলাকা সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে পূরণ করা হবে।

শিল্প খাত ছাড়া আবাসিক খাতে কোনো গ্যাস সরবরাহ করা হবে না।

শনিবার (০৩ অক্টোবর) সকালে নাটোরের রাজলংকা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ দারা ও শফিকুল ইসলাম শিমুল, রাজলংকা পাওয়ার কোম্পানির কান্ট্রি ডিরেক্টর মি. ধামাক্কাসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।