ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ চুরির দায়ে ৩৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বিদ্যুৎ চুরির দায়ে ৩৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীতে কামরাঙ্গীরচরে বিদ্যুৎ চুরির দায়ে মো. মাহমুদুল হক খান রণী নামে এক ব্যক্তিকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির টাস্কফোর্স।

সোমবার( ১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসি’র টাস্কফোর্স কার্যালয়ে তাকে এ জরিমানা করা হয়।

  গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ডিপিডিসি’র প্রকৌশলীদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে টাস্কফোর্স প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।

মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, রাজধানীতে কামরাঙ্গীরচরে রণী মার্কেট- রণী অ্যাপার্টমেন্ট নামে ১০ তলা বানিজ্যিক ভবনে ব্যবহৃত ৩টি মিটারেই বাইপাসের মাধ্যমে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল। ভবনের একটি তালাবদ্ধ কক্ষে গোপনে মিটারে তিনটি ফেজেই সার্ভিস তার কেটে অত্যন্ত কৌশলে এই বাইপাস করা হচ্ছিল। প্রাথমিক হিসাবে,  এ স্থাপনায় বিদ্যুৎ চুরির পরিমাণ ১.১৩ লাখ ইউনিট, যার আর্থিক মূল্য ৩৫ লাখ টাকা।

ভবনটিতে ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৪০% মিটারে রেকর্ড হচ্ছে অবশিষ্ট ৬০% বাইপাসের মাধ্যমে চুরি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।