ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে কর্ম চাই দাবিতে সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে কর্ম চাই দাবিতে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ২৭৫ মেগাওয়াট ইউনিটে ‘কর্ম চাই’ দাবিতে এলাকার বেকার যুবক ও দিনমজুররা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ধাপের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



‘বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত জনসাধারণের জীবন বাঁচার জন্য সংগ্রাম কমিটি’ নামে সংগঠনের ব্যানারে এলাকার শতাধিক বেকার যুবক ও দিনমজুর মিছিলটি নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়ক প্রদক্ষিণ করে কয়লা খনি মোড়ে গিয়ে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, সদস্য সচিব হাফিজুর রহমান, সদস্য ফরিদুর রহমান প্রমুখ।

এদিকে, সমাবেশ চলাকালে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন সমাজ এসে লোকজনকে শান্ত হওয়ার আহ্বান জানান।

পরে আওয়ামী লীগ নেতারা এলাকাবাসীর দাবির বিষয়টি  তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।