ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ পালিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ কার্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আবাসিক প্রকৌশলী দেওয়ান মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা জাতীয় পার্টির সেক্রেটারি গাজী মির্জা ফারুক আহম্মেদ, চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আসাদ উদ্দিন পবলু, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমল সিং, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বেড়েছে। দেশে আর ঘন ঘন লোডশেডিং হয় না। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম স্থান অর্জন করে পুরস্কৃত হয়েছে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।