ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গাজীপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গাজীপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ‘আলোর পথে আরো এগিয়ে’ শ্লোগানকে সামনে রেখে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে গাজীপুর জেলা শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়।

পরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান।
 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) শেখ মোহাম্মদ আলী, ছায়াবিথী জোনের ডিজিএম নূরুল হুদা, এজিএম মো. মনিরুল ইসলাম, কো-অর্ডিনেটর বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।