ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রূপপুর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন

ঢাকা: রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়। এরপর এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।


 
বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান  সাংবাদিকদের জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার প্রতিষ্ঠান এটমসট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি হবে।
 
এতে ব্যয় হবে এক লাখ এক হাজার ২০০ কেটি টাকা। এখানে এক হাজার ২০০ মেগাওয়াট করে দু’টি বিদ্যুৎকেন্দ্রে দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। এ দুটি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হবে ৫০ বছর।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।