ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বরগুনার বেতাগীতে বিদ্যুৎ সংযোগ পেলো ২শ’ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বরগুনার বেতাগীতে বিদ্যুৎ সংযোগ পেলো ২শ’ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার বেতাগীতে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ২শ’ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুর ১২টায় কিসমত ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।



ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক সাইফুল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।