ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ছবি: রানা - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভুল তথ্য দিয়ে অব্যাহতভাবে অনেকেই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।

 

রোববার (১০ এপ্রিল) বিকেলে বিদ্যুৎ বিভাগে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ এ মন্তব্য করেন তিনি।

 

মনোয়ার ইসলাম বলেন, শনিবার (০৯ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৮ হাজার ৩৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। ২০২১ সালে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। তখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে।

‘২০৪১ সালে চাহিদা হবে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুতের। কিন্তু গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে তা হবে না। কেননা গ্যাসের চাহিদা বাড়লেও মজুদ বাড়েনি। ’

‘সে জন্য পাওয়ার সিস্টেম মাস্টার প্লান অনুযায়ী কয়লাকে প্রধান জ্বালানি রেখে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই এর অপপ্রচার চালাচ্ছে,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআইএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।