ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

মহেশখালী যৌথ তাপবিদ্যুৎ কেন্দ্র চুক্তির খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
মহেশখালী যৌথ তাপবিদ্যুৎ কেন্দ্র চুক্তির খসড়া অনুমোদন ছবি: পিআইডি’র সৌজন্যে।

ঢাকা: কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে যৌথ মালিকানা চুক্তি আইনের খসড়া অনুমাদেন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আইন অনুযায়ী, যৌথ মালিকানাধীন এ কোম্পানির ৫০ শতাংশ মালিকানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আর ৫০ শতাংশের মালিকানা থাকবে মালয়েশীয় কনসার্টিয়ামের তেনেগা ন্যাশনাল বারহেদ কোম্পানি ও দেশটির পাওয়ার টেক এনার্জি এসিজেএন বিএইচডির।

মালয়েশীয় সরকার এরই মধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে। এবার বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। চূড়ান্ত অনুমোদনের পর উভয়ের মধ্যে এ চুক্তি সম্পাদিত হবে।

এরমধ্যে বিএসটিআই আইন-২০১৬ এর খসড়‍া, বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট আইন-২০১৬ খসড়া, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্ট আইন-২০১৬ এর খসড়া, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন-২০১৬ খসড়া উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।