ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ওজোপাডিকোতে ট্রেড ইউনিয়ন বন্ধের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ওজোপাডিকোতে ট্রেড ইউনিয়ন বন্ধের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ 

গোপালগঞ্জ: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) ট্রেড ইউনিয়ন বন্ধের প্রতিবাদে গোপালগঞ্জে গেট সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী লীগ গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে।

 

করেন গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ক্যাম্পাস চত্বরে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেনিক-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিরণ চন্দ্র মজুমদার। এ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলীউজ্জামান মিন্টু।

সভায় বক্তব্য রাখেন- কেনিক- এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার মো. সহিদুল ইসলাম, সিনিয়র সদস্য মো. শহিদুল ইসলাম মোল্লা, মো. আলী আহম্মেদ খান, মো. বাদশা খান, মো. শাহাদাত হোসেন সিকদার, মো. হারুন-অর-রশিদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।