ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘পিডিবি’র বিতরণকে কোম্পানি করা নিয়ে সমঝোতা শিগগিরই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
‘পিডিবি’র বিতরণকে কোম্পানি করা নিয়ে সমঝোতা শিগগিরই’

ঢাকা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতা থেকে বিতরণকে আলাদা করে হোল্ডিং কোম্পানি করা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমঝোতা হয়নি। তবে দুই-একদিনের মধ্যেই সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তবে বিতরণকে আলাদা করে কোম্পানি করার ক্ষেত্রে সরকারের অনড় অবস্থানের কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পিডিবি’র আওতা থেকে বিতরণকে আলাদা করে হোল্ডিং কোম্পানি করা হবে। আর এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিরোধ নেই। কাঠামো কী হবে তা নিয়ে আলোচনা চলছে, আজ-কালের মধ্যেই এর সমাধান হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  রাজশাহী ও রংপুর অঞ্চলকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে পিডিবি’র কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছেন।

এ নিয়ে রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসএমএ/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।