ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বাগেরহাটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বাগেরহাটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীর কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ায় রনি শেখ নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ডাদেশ দেন।

রনি জেলা শহরের নাগেরবাজার এলাকার রনি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের মালিক।

ওজোপাডিকো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার পাল বাংলানিউজকে জানান, রনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।

খবর পেয়ে তার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।