ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আসছে তিতাস গ্যাসের ‘প্রি-পেইড মিটার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আসছে তিতাস গ্যাসের ‘প্রি-পেইড মিটার’ তিতাস গ্যাস ও জাপানের টয়োকেইকি কোম্পানির চুক্তি সাক্ষর অনুষ্ঠান

ঢাকা: আবাসিক গ্রাহকদের জন্য তিতাস গ্যাস নিয়ে আসছে প্রি-পেইড গ্যাস মিটার। বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে জাপানের টয়োকেইকি কোম্পানির এক চুক্তি সাক্ষরিত হয়েছে।

চুক্তিপত্রে তিতাস গ্যাসের পক্ষে কোম্পানির সচিব মোস্তাক আহমেদ এবং টয়োকেইকি কোম্পানির পরিচালক কিয়োটাকা মিয়াহারা এ চুক্তিপত্র স্বাক্ষর করেন।
 
চলতি বছরের মে মাস থেকে গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, বাড্ডা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, মিরপুর, উত্তরাসহ পার্শ্ববর্তী এলাকার আবাসিক গ্রাহকদের এই প্রি-পেইড গ্যাস সংযোগ দেয়া হবে।


 
প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করবে সরকার ও জাইকা।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা,  মার্চ ১৭, ২০১৭
এএম/এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।