ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় গ্যাসের কোনো সংশ্লিষ্টতা/আলামত পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (০৫ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে কোম্পানির সংশ্লিষ্ট জোনের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ দল রাত ৭ টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় নিরাপত্তার জন্য সাময়িকভাবে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
পরে রাতেই এ কোম্পানির সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা/কর্মচারী ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে বয়লার বিস্ফোরণের ঘটনায় গ্যাসের কোনো সংশ্লিষ্টতা/আলামত পরিলক্ষিত হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।