স্থানীয়রা জানায়, ২৫ জুলাই থেকে আলাল মাঝির বাড়িতে ৮৩৫ ফুট গভীর একটি নলকূপ বসানোর কাজ শুরু হয়। কাজ শেষ হয় ৩০ জুলাই।
সোমবার (৭ আগস্ট) খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল ইসলাম ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। পরীক্ষা-নিরীক্ষা করার পর এখানে গ্যাস আছে কিনা জানা যাবে। আপাতত স্থানটি একটি লাল কাপড় দিয়ে মার্কিং করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসআই