ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দিনাজপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
দিনাজপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন দিনাজপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস র‌্যালি

দিনাজপুর: জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৭ উপলক্ষে দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক (অপারেশন) মীর মো. আ. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বি, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক (মার্কেটিং) মো. আসাদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন শাহ্, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (মাইনিং) মো. মামুনুর রশিদ সরকার, ব্যবস্থাপক (জি.এস/নিরাপত্তা) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (মেকানিক্যাল) মো. ইউনেছ আলী।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।