ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গঙ্গাচড়ায় ৩০ মে.ও. সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে ইন্ট্রাকো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
গঙ্গাচড়ায় ৩০ মে.ও. সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে ইন্ট্রাকো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান- ছবি- কাশেম হারুণ

ঢাকা: রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ১৩ মাসের মধ্যে উৎপাদনে আসবে।

এর প্রতি ইউনিট বিদ্যুতের দর নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৮০ টাকা।

রোববার (২৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইন্ট্রাকো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অনেক এলওআই (লেটার অব ইনটেন্ট) দিয়েছি। কিন্তু অনেকেই ভালো করতে পারেনি। আশা করি ইন্ট্রাকো ভালো করবে।  

সচিব বলেন, ভালো করলে সব ধরনের সহায়তা পাবেন। তবে বিলম্ব হলে জরিমানার মুখোমুখি হতে হবে।

ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলী বলেন, রংপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে গঙ্গাচড়ায় ৪০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা অনেকদূর এগিয়েছি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।